প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জাতীয় প্রেসক্লাবে আর জে এফ কর্তৃক আয়োজিত “আমাদের প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মোঃ মাজেদুল ইসলাম: আজ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর জে এফ এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলের গোলটেবিল মিলনায়তনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে “আমাদের প্রত্যাশা” শীর্ষ এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নুল আবেদীন ফারুক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড জনাব সাইফুল হক।এছাড়া উপস্থিত ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর জেএফ এর চেয়ারম্যান জনাব এস এম জহিরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বাধীন গণমাধ্যম শিল্প গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিয়োগ নীতিমালা প্রনয়ন ও সকল গণমাধ্যমের বেতন রোয়েদাত বোর্ড গঠন সাংবাদিক নির্যাতন হত্যা সহ সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি তুলে ধরেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন