প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

মোরেলগঞ্জে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ,পরিবেশ বান্ধব গ্রাম ও জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষনা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের

 মোঃ নাজমুল মোরেলগঞ্জ,সংবাদদাতাঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে“আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে”-নামক বিশ্ব প্রচারাভিযানের অংশ হিসেবে বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন কার্যক্রমের আওতায় বাল্যবিবাহ মুক্ত ১ টি ইউনিয়ন, ও পরিবেশবান্ধব ১ টি সবুজ গ্রাম এবং ১ টি সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা করা হয়েছে।গতো সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিভিন্ন অানুষ্ঠিকতার মধ্য দিয়ে এই ঘোষণা করা হয়।এসময় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এরিয়া ম্যানেজার তপন কুমার মন্ডল,প্রোগ্রাম অফিসার, মিলিতা সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ (এসডিজি) অনুযায়ী-শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা,নির্যাতন, অত্যাচার, শোষন ও বাল্য বিবাহ বন্ধে বাংলাদেশ সরকারের উদ্যোগকে সহযোগিতা করার লক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া, নিশানবাড়ীয়া,জিউধরা,বারইখালী,মোরেলগঞ্জ ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌরসভাসহ তাদের কর্ম এলাকাগুলোর শিশু সুরক্ষায় ও বাল্য বিবাহ প্রতিরোধে গ্রাম ভিত্তিক কমিটি গঠন করে বাল্য বিবাহ প্রতিরোধের উদ্যোগ গ্রহন করে। এতে করে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৫টি গ্রামে মোট ২৩৩৭ পরিবারে বাল্যবিবাহ সংক্রান্ত ও বাল্যবিবাহ যোগ্য ঝুঁকিপূর্ণ ২১৩ জন কিশোরী ও ২৮৭ জন কিশোরের তথ্য সংগ্রহ করা হয় যাতে দেখা যায়, বিগত এক বছরে উক্ত পরিবারগুলোতে কোন বাল্যবিবাহের ঘটনা ঘটে নাই।অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার খাউলিয়া ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন, পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে “পরিবেশ বান্ধব গ্রাম” হিসেবে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ” বাদুরতলা”গ্রামকে ওবিবি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়কে ”জেসি বান্ধব গ্রীন স্কুল”হিসেবে ঘোষণা করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন