
নিজস্ব প্রতিনিধিঃ মাত্র তিন মাসের সময় বেঁধে দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। শর্ত ছিল তিন মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটি চূড়ান্ত করে সম্মেলন করতে হবে। কিন্তু আহবায়ককমিটি গঠনের প্রায় ৩০ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন ওয়ার্ডের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। নামকায়েস্থে প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হলেও এতো দীর্ঘ সময়ে পূর্ণাঙ্গ তালিকা আলোরমুখ দেখেনি। যাতে করে স্থবির হয়ে পড়েছে পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম। নেতাকর্মীরা বিমুখ হচ্ছেসাংগঠনিক কার্যক্রম থেকে।সেই সাথে বর্তমান পরিস্থিতিতে বহিরাগতদের বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করার সুযোগ তৈরি হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, ২০২২সালের ২ মার্চ ৫১ সদস্য বিশিষ্ট গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। রবিউল কবির মনু আহবায়ক এবংআবু জাফর লেলিন কে সদস্য সচিব পৌরবিএনপির আহবায়ক কমিটি গঠন করাহয়। আহবায়ক কমিটিকে তিন মাসের সময় বেঁধে দেওয়াহয় সম্মেলন অনুষ্ঠানের জন্য। কমিটি গঠনের প্রায়৩০ মাস অতিবাহিত হলেও এখন হয়নি সম্মেলন কিংবা প্রকাশহয়নি প্রতিটি ওয়ার্ডের চূড়ান্ত তালিকা।যানিয়ে পৌরএলাকার নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দলীয়কার্যক্রমে নিস্ক্রিয় হয়ে পড়েছে। সম্মেলন না হওয়া এবং পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটির তালিকা প্রকাশ না করায় বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় পৌর বিএনপির কার্যক্রম প্রায় স্থবিরছিল।এদিকে, ত্যাগীদের অবমূল্যায়ণ,গ্রুপিং সৃষ্টিসহ নানা অভিযোগ তুলেছে পৌর শহরবিএনপির কর্মী সমর্থকরা।নাম প্রকাশ না করার শর্তে পৌরবিএনপির এক যুগ্ম আহবায়ক বলেন, বর্তমান পরিস্থিতিতে গোবিন্দগঞ্জ পৌরবিএনপির ওয়ার্ড কমিটির পূর্ণাঙ্গ তালিকানা থাকায় বহিরাগতরা বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করার সুযোগ পাচ্ছে। এতে করে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে। তিনি অনতিবিলম্বে ওয়ার্ড কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশকরে গোবিন্দগঞ্জ পৌরবিএনপির সম্মেলন করার আহবান জানান।
তিন মাস মেয়াদী আহবায়ক কমিটির সতত্যা স্বীকারকরে জেলাবি এনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল বলেন, সম্মেলন প্রস্তুতি প্রক্রিয়াধীন আছে। আন্দোলন ও অন্যান্য কারণে সঠিক সময়ে গোবিন্দগঞ্জ পৌরবিএনপির সম্মেলন সম্ভব হয়নি বলেও তিনি আরও জানান।