প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

কৈমারীতে সাবেক শিবির ও জামায়াতে ইসলামির সীরাতুন্নবী ( সাঃ) সম্মেলন অনুষ্ঠান

মোঃ রাজু মিয়া সোহাগ : নীলফামারী জেলা প্রতিনিধিঃ ১৩ ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩.০০ ঘটিকায় জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের জামায়াতে ইসলামী ও সাবেক ছাত্রশিবিরের উদ্যোগে কৈমারী স্কুল এন্ড কলেজ মাঠে সীরাতুন্নবী(সাঃ) সম্মেলন অনুষ্ঠিত হয়।কৈমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারী ও নীলফামারী ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব মাও মোঃ ওবায়দুল্লাহ সালাফী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন জলঢাকা উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোখলেছুর রহমান মাষ্টার। এছাড়াও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।দীর্ঘ ১৬ বছর পর ইসলামিক এই দল মন খুলে কথা বলতে পারতেছে।তারা শান্তি চায়।তারা বক্তব্যে বলেন আমরা সকল জাতীর লোকদের নিয়ে কাজ করবো।আমরা কারো ধর্মে আঘাত করবোনা।কৈমারীর জামায়াতে ইসলামী ও সাবেক শিবিরের ডাকে অসংখ্য হিন্দু উক্ত সমাবেশে জমায়েত হয়েছিলো।উক্ত সমাবেশ শেষে তারা সকলে মিলে কৈমারী বাজারে নারায়ে তাকবিরের ধ্বনিতে বিশাল একটি র‍্যালি বের করেন যা দেখে অসংখ্য ব্যাবসায়িক ও তাদের এই মিছিলে অংশগ্রহন করেন।প্রোগ্রামটি শেষে কৈমারীর বিভিন্ন মানুষ বিভিন্ন যায়গায় আলোচনা করতেছে যে কৈমারীতে অনেকদিন পর আমরা জামায়াতে ইসলামীর একটি সভা দেখতে পেলাম।তারা এতটাই উদার মনের তা আজকের এই সভা না দেখলে বুঝতামনা। কৈমারীতে একমাত্র আমরা জামায়াতে ইসলামীর কর্মীদের দেখলাম,তারা অন্যান্য দলের লোকদের নিয়ে কোনো কটুক্তি করেনা বা কাউরে গালি ও হুমকি দিলোনা।বরং তারা আদবের সহিত বক্তব্য দিলো।জামায়াতে ইসলামের কর্মী ও নেতৃবৃন্দের দেওয়া বক্তব্যে হাজারো মানুষে মনে আস্হা এসেছে বলে যানা জায়

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন