প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ওসিসহ আরো ৯৮ জনের নামে মামলা

 ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও সাবেক ওসি মামুন আল রশিদ ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন সহ আরো আরো ৯৮ জনের নামে দ্রুত মামলা দায়ের করা হয় আরো প্রায় ২০০থেকে ৩০০ জনকে আজ্ঞা তো আসামি করা হয় আজ ১৩ই সেপ্টেম্বর শুক্রবার ভাঙ্গা থানা সূত্র মামলার বিষয়ে জানা যায় এর আগে গত বুধবার ফরিদপুরে দ্রুত মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইদুর রহমান মিঠু শিকদার গত বৃহস্পতিবার মামলাটি আমলে নিয়ে পি বি আইকে তদন্ত করার আদেশ দিয়েছে আদালত দ্রুত বিচার আইনে বিচারে মামলার বাদী মোহাম্মদ সাইদুর রহমান মামলার এজাহার উল্লেখ করেন গত ৩ আগস্ট বিশ্বরোড গোল চত্বর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলা কালে নিক্সন চৌধুরী ও শাহাদাত হোসেন ১ থেকে ১০ নং আসামি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশ নেয় তারা ছাত্রদের উপরে হত্যার উদ্দেশ্যে ককটেল হাত বোমা ইট পাটকেল নিক্ষেপ করে তখন ১০ নম্বর আসামী সাবেক ওছি মামুন আল রশিদ তার সহযোগিরা ১০০ রাউন্ড গুলি সাড়ে এবং টিয়ারসেল নিক্ষেপ করে এতে করে মামলার বাদিসহ ছাত্র-জনতা এবং পথচারীরা আহত হয় এসময় বাদীর মোটরসাইকেল সহ অন্যান্যদের মোটরসাইকেল ভাঙচুর করা হয় আহতরা ভাঙ্গা থানায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে গেলে সেখানে তারা হেনস্তার শিকার হন ভাঙা থানার ভারপ্রাপ্ত ওসি মোকসেদ হোসেন জানান দ্রুত আইনে বিচারে মামলা হয়েছে বলে খবর পেয়েছি তবে আদালত পি বি সিআই কে তদন্ত দিয়েছেন এ বিষয়ে কথা হয় মামলার বাদি সাইদুর রহমান মিঠুর সাথে তিনি বলেন মামলার আসামিরা নির্বিচারে আমার উপরে ককটেল আর হাত বোমা নিক্ষেপ করেন এতে করে ছাত্র-জনতা এবং পথচারীরা আহত হন পলাতক থাকায় ফরিদপুর ৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী ও শাহাদাত হোসেন এর বক্তব্য পাওয়া যায়নি

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন