প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও চার্জ বিনিময়

সালমা আক্তার : বাংলাদেশ আইনজীবী সহকারি সমিতি কুমিল্লা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা আদালতে সংগঠনটির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (লিটন) ,, প্রধান বক্তা মোঃ জাহাঈীর আলম ভূইয়া, সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতি কুমিল্লা, বিশেষ অতিথি ছিলেন, মোঃ মনির হোসেন পাটোয়ারী, (এনরোলম্যান্ট সেক্রেটারি,) মোঃ এমদাদুল হোসেন, সিনিয়র সহ সভাপতি, (কেন্দ্রীয় পরিষদ) ঢাকা, মোঃ আবুল খায়ের খোকন, সহ সভাপতি, ( কেন্দ্রীয় পরিষদ) ঢাকা , মোঃ আঃ বারী সরদার বারেক (প্রধান নির্বাচন কমিশনার) আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখা ও সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু তাহের কালন, সভাপতি আইনজীবী সহকারী সমিতি, কুমিল্লা, নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ নুরুল ইসলাম আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা, নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোঃ হোসেন মিয়া আইনজীবী সমিতির সহকারী কুমিল্লা নবনির্বাচিত কার্যকরী কমিটি, উক্ত সভা পরিচালনা করেন মোঃ বিলাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা, সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান মজিবের সভাপতিত্বে সভার সঞ্চালন করা হয়। উল্লেখ্য যে গত ৩১ আগষ্ট ২০২৪ তারিখে আইনজীবী সহকারি সমিতির নির্বাচনে সভাপতি নরুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ হোসেন নির্বাচিত হয়। গতকাল দুপুরে সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করেন সদ্য নির্বাচিত ১৫সদস্য নেতাকর্মীবৃন্দ।পরে অতিথি বৃন্দ নির্বাচিত নেতৃবৃন্দ কে ফুলের মালা পরিয়ে বরন করে নেন।এবং পুরাতন কমিটি নতুন কমিটির নিকট দায়িত্ব বুজিয়ে দেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন