প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ভেড়ামারায় ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধিঃ  কুষ্টিয়ার ভেড়ামাড়ায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডুর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভেড়ামারা উপজেলা চত্বরে দুপুর ১২ টায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষার্থীরা ভেড়ামারার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ বিক্ষোভ করে।

এ সময় উপজেলার আশেপাশের প্রায় ১৫টি স্কুলের শত শত শিক্ষার্থীরা জড়ো হয়ে ‘ইউএনও স্যারের বদলি মানি না মানব না’ স্লোগানে মুখরিত করে তোলে উপজেলা প্রাঙ্গণ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি তোলা হয়, আমাদের ইউএনও আকাশ কুমার কুন্ডু একজন হৃদয়বান মানুষ। তিনি শিক্ষা সহায়ক, ভেদাভেদ ভুলে সব মানুষের সঙ্গে মিশতে পারেন, আমরা তার থেকে সুষ্ঠু বিচার সবসময় পেয়ে আসছি। তিনি এসে ভেড়ামারার অনেক উন্নতি করেছেন। উপজেলাকে উন্নয়নমুখী এবং পরিচ্ছন্ন নগরী করার জন্য আরও কিছুদিন আমরা তাকে এখানে চাই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন,আমাদের ইউএনও মেহেরপুর সদরে বদলি হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ। আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন, বিশৃঙ্খলা করবেন না। আমরা আপনাদের দাবির কথা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন।

জান্নাতুল ফেরদাউস টনি বলেন, উপজেলার একজন সাধারণ নাগরিক হয়ে জনবান্ধব এ ইউএনওকে আমরা চাই। খুব অল্প সময়ে তিনি সবার মন জয় করেছেন।

ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড বলেন, আমার বদলি আদেশ পেয়েছি। কিন্তু রিলিজ আদেশ হাতে পাইনি। সরকারের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। পাশাপাশি ভেড়ামারাবাসীর সিদ্ধান্তকেও শ্রদ্ধা জানাই। সরকার চাইলে আমি যেতে কিংবা থাকতেও রাজি। তবে ভেড়ামারার মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন