প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আ’লীগ নেতা বড় মনি’র জামিন মঞ্জুর,নবজাতকের সাথে মিলেনি ডিএনএ

আ’লীগ নেতা বড় মনি’র জামিন মঞ্জুর,নবজাতকের সাথে মিলেনি ডিএনএ:
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি’র বিরুদ্ধে ধর্ষণ মামলায় হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার(৯ই অক্টোবর)প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ ডিএনএ টেস্ট রিপোর্টের ওপর সত্যতা নিশ্চিত করে শুনানির পর এ আদেশ দেন। ওই কথিত ধর্ষন মামলার বাদীনির ভূমিষ্ট নবজাতকের ডিএনএ রিপোর্টের সাথে মিল না থাকায় গোলাম কিবরিয়া বড় মনিকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত কর্তৃপক্ষ। এর ফলে বড় মনিরের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইজীবিরা। উল্লেখ্য,গত (৫ই এপ্রিল) রাতে টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরীকে ধ্বর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়।মামলায় ওই কিশোরী ধ্বর্ষনের কারনে অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানান। শুভসাহা,বিশেষপ্রতিনিধি:

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন