প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সাঘাটায় যৌথবাহিনীর অভিযানে দুই জনের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মেহেদী হাসান ,সাঘাটা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর দুইজনের মৃত্যুর ঘটনা তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার উপজেলার হাট ভরতখালী বাজার (সাঘাটা – গাইবান্ধা )আঞ্চলিক সড়কে ঘন্টা ব‍্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে যৌথ বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে বক্তারা বলেন, অভিযানে আটককৃতদের সারারাত নির্মম নিযার্তন করায় শফিকুল ও আপেলের নামের দুইজনের মৃত্যু হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং প্রকৃত ঘটনার তদন্তের দাবি জানান নিহতের পরিবারের লোকজন। এ সময় বক্তারা বলেন, এমন কর্মকাণ্ড আমরা কখনো দেখিনি। সেনাবাহিনী সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী যে কাউকে আটক করতে পারে। কিন্তু বিচার বহিভূর্তভাবে হত্যাকাণ্ড চালাতে পারে না। আমরা এ দুইজনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করছি।মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন তাহসিনা এ্যানি, সুজা উদ্দৌলা সুজা, শামসুল আলম, সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠু ও ওয়াকার্র্স পার্টির আমিনুল ইসলাম গোলাপসহ আরও অনেকেই প্রকাশ থাকে যে গত সোমবার গভীর রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সুইটসহ ৫ জন কে আটক করেন সেনাবাহিনীর আট টিম ও একজন নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল নামে একজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে এবং গাইবান্ধা জেনারেল হাসপাতালে সোহরাব হোসেন আপেল নামের এক যুবক মারা গেছেন বলে পরিবার সূত্রে জানা যায়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন