প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

টোলমুক্ত করার দাবিতে সেতুর টোল প্লাজায় আগুন

মোঃ ইমরান হোসেন রুবেল: সাভার টোলমুক্ত করার দাবিতে মানিকগঞ্জ সিংগাইড়ের ধলেশ্বরী নদীর ওপর(সিংগাইড় ব্রীজ)শহীদ রফিক সেতুর টোল প্লাজায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কয়েকটি মিছিল নিয়ে যাওয়া বিক্ষুব্ধ ছাত্র -জনতা টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন। এর আগে সিংগাইর সরকারি কলেজ, ধল্লা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সাভারের তেঁতুলঝোড়া কলেজসহ স্থানীয় কয়েকটি কওমী মাদ্রাসার ছাত্র ও সায়েস্তা ইউনিয়নের বাসিন্দা ও শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেতুর টোল প্লাজায় গিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা টোল প্লাজায় ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকার সাভারের সংযোগস্থলে ধলেশ্বরী নদীর ওপর ৩০৭ মিটার দৈর্ঘ্যের সেতুটি ১৯৯৬ সালে উদ্বোধনের পর ২০০০ সাল থেকে থেকে টোল সংগ্রহ করা শুরু হয়। তবে ৫ অগাস্ট সরকার পতনের পর সেতুটির ইজারাদার এলাকায় নেই বলে জানা গেছে। কিন্তু তার অনুপস্থিতিতে কারা সেতুটির টোল সংগ্রহ করছিল তা নিশ্চিত হওয়া যায়নি। “ছাত্র-জনতার অভ্যুথানের পর কয়েকদিন টোল আদায় বন্ধ থাকলেও আবারও টোল আদায় করছে একটি মহল। ইজারাদাররা না অন্য মহল টোল আদায় করছিল তাও জানা যাচ্ছে না। ” বক্তারা প্রশ্ন করেন, “২৪ বছর পরও এতো ছোট সেতুর টোল কেন দিতে হবে।” সমাবেশে জামির্তা ইউনিয়নের আবু সায়েম, বাস্তা এলাকার আলতাফ হোসেন, রমজান মিয়া, জামির্তা ইউনিয়নের মিজানুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় মানিকগঞ্জ থেকে হেমায়েতপুরগামী এবং হেমায়েতপুর থেকে সিংগাইর- মানিকগঞ্জ সড়কের যান চলাচল এক ঘণ্টার মতো বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে যান চলাচল স্বাভাবিক করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন