প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

খিদিরপুর ডিগ্রী কলেজ এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খন্দকার সেলিম রেজা , স্টাফ রিপোর্টার : বুধবার ১১ ই সেপ্টেম্বর ২০২৪ খ্রি.নরসিংদীর মনোহরদীতে অবস্থিত খিদিরপুর (ডিগ্রী)কলেজ এর আয়োজনে কলেজ প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উক্ত সমাবেশে খিদিরপুর (ডিগ্রী)কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃনাজিম উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বর্ডি’র সভাপতি,মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনি খিদিরপুর কলেজের ঐতিহ্যকে আধুনিক,বিজ্ঞানমনষ্ক,যুগোপযোগীসহ শিক্ষারমান মান উন্নয়নে কার্যকরী প্রদান পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন এবং অবকাঠামোগত উন্নয়নে গভর্নিং বডি,র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতা কামনা করেন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রভাষকমণ্ডলী,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে তাদের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং কলেজের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনতলা ফাজিল(ডিগ্রী)মাদ্রাসার অধ্যক্ষ ও মনোহরদী উপজেলা বিএনপির সদস্য মাওঃ মোঃবাকিউল ইসলাম,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআনোয়ার হোসেন প্রমূখ।এ সময় খিদিরপুর কলেজ এর সকল বিভাগের প্রভাষক,অভিভাবক মণ্ডলী,শিক্ষার্থীবৃন্দ ও সুশীল-সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন