প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

ভারতে পাচারকালে বুড়িচং সীমান্ত থেকে ১০ লক্ষাধিক টাকার ইলিশ মাছ জব্দ

 শাহাদাত কামাল শাকিল : কুমিল্লা বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতে পাচারকালে ৬৫১ কেজি ইলিশ মাছ উদ্ধার করে জব্দ করেছে বিজিবি ৬০ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের খারেরা বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন প্লাস্টিকের বস্তায় ৬৪১ কেজি ইলিশ মাছ উদ্ধার করে জব্দ করে। ইলিশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খারেরা বিওপির মনোরঞ্জন সরকার। বিজিবি ৬০ ব্যাটেলিয়ন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খারেরা বিওপির একটি টহল দল অভিযান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ এই অভিযান পরিচালনা করে হাবিলদার মাসুদুর রহমান, ল্যঃ নাঃ ইকবাল,সিঃ কবির ও সিঃ রায়হান সহ অন্যান্যরা। এ সময় সীমান্তবর্তী পিলার ৩০৬৭/এম থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ প্লাস্টিক বস্তায় থাকা ৬৪১ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। অভিযানের সময় জড়িত কোনো ব্যক্তি না পাওয়ায় ইলিশ মাছ পঁচে যাওয়ার আশঙ্কায় কাস্টমসের মাধ্যমে নিলাম করা হয়। দাম দেখানো হয় ১০ লক্ষ ২৫ হাজার ৬শত টাকা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন