প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ী সোনা মাই বেওয়া আদর্শ বহু মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

মোঃ উজ্জল সরকার গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পলাশবাড়ী সোনা মাই বেওয়া আদর্শ বহু মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ আয়োজনে,২০২৪/২৫ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার সকালে কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মমিনুল ইসলাম প্রধান। শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক রায়হান আলী,ইংরেজি শিক্ষক শরিফুল ইসলাম,শিক্ষক ফিরোজ কবির,ও মোতমাইন হোসেন,অভিভাবক নুরুল ইসলাম,শিক্ষার্থী আখি আক্তার মনি, আখি আক্তার প্রমুখ। এসময় শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীগণ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা এবং বিশেষ মোনাজাত করেন মৌলভী শিক্ষক নুরুন্নবী প্রধান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন