প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

চৌদ্দগ্রামে অস্র জমা দেননি মোশারফ চেয়ারম্যানের, আতংকিত এলাকাবাসী

 মো: লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: সরকারের নির্দেশনা অনুযায়ী গত ৩ই সেপ্টম্বর মঙ্গলবার পর্যন্ত বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময়ের পরেও কুমিল্লার চৌদ্দগ্রামে ১৭টি লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে ১৬টি জমা পড়েছে। ৩ই সেপ্টম্বর রাত ১২টায় অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখের পরেও আজ বুধবার (১১ই সেপ্টেম্ব্র) পর্যন্ত উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রতাপশালী সদস্য মোঃ মোশারফ হোসেন তার ব্যবহৃত অস্ত্রটি (পিস্তল) জমা দেননি বলে থানা সূত্রে জানা গেছে। এদিকে বিগত সরকারের পুরো সময়ে মোশাররফ চেয়ারম্যানের অস্ত্র নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়। তার বিরুদ্ধে পিস্তল নিয়ে উপজেলা পরিষদে প্রবেশ, অপর চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি এবং সাবেক সহকারী কমিশনার (ভুমি) কে মারধরের চেস্টার অভিযোগ রয়েছে। হুমকি এবং অপমানের অভিযোগের প্রেক্ষিতে ঐ সময়ে মোশারফের দায়িত্ব স্থগিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা বলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নিদের্শনা অনুযায়ী লাইসেন্সকৃত অস্ত্রটি জমা দেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন এখনো তার হেফাজতে থাকা অস্ত্রটি জমা দিতে আসেননি। অনেকবার বিভিন্ন লোকমারফতে এবং থানা পুলিশ তার বাড়ি গিয়ে বলে আসার পরেও তিনি অস্ত্র জমা দেননি। নিয়ম অনুসারে চেয়ারম্যান মোশারফ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে বুধবার সকালে কাশিনগর ইউনয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেনের ব্যবহৃত মুঠোফোন (০১৮১৯৪৪৯৩৫৪)বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন