প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আশা- কুমিল্লা (লাকসাম) জেলাএর উদ্দ্যেগে বন্যা ক্ষতি গ্রস্তদের মাঝে সবজি বীজ বিতরন

শাহাদাত কামাল শাকিল : ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯:৩০ টায় লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ বাজারস্থ আশা (এনজিও) ক্ষুদ্র‍ ঋণ প্রকল্প কার্যালয়ে আশা- কুমিল্লা (লাকসাম) জেলা এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্র‍স্তদের কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ পুণবার্সন সহায়তা বিতরণ করা হয়েছে।আশা গ্রাহক পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ জনের মাঝে কৃষি খাতে লাউ বীজ,বেগুন বীজ, বরবটি বীজ,লাল শাক বীজ, মৎস্য খাদ্য ও গবাদিপশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।আশা (ব্যাংক) ক্ষুদ্র‍ ঋণ প্রকল্পের পক্ষ থেকে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ পুণবার্সন সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন আশা- কুমিল্লা (লাকসাম) জেলার ম্যানেজার বিনয় কৃষ্ণ রায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ডিডি- এগ্রি) জনাব মোঃ খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার জনাব মোঃ সাইফুদ্দীন।অনুষ্ঠান সঞ্চলনা করেন লালমাই অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার জনাব মোঃ আলী আশ্রাফ।এ সময় উপস্থিত ছিলেন আশা’র ট্রেনিং অফিসার (এগ্রি) মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মনজুরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার (এগ্রি) লালমাই ও বাগমারা ব্রাঞ্চ ম্যানেজারগন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন