প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দিগরাজের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী তৈয়ব আলী আর নেই

মোংলা পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার, দিগরাজের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী তৈয়ব আলী আর নেই। মোংলা পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার, দিগরাজ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং এলাকার অসহায় মানুষের খুবই প্রিয় মানুষ কাজী তৈয়ব আলী ( ৬২) সোমবার ০৯ অক্টোবর সকাল ৭ টায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায় তিনি ভোরে মর্নিং ওর্য়াক করার জন্য রাস্তায় হাটছিলেন এমন সময় হঠাৎ তার বুকে ব্যাথা উঠে সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ২ কন্যা, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় সজন রেখে যান। মরহুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষের ঢল নামে তাকে শেষবার দেখার জন্য। দুপুরে যোহরের নামাজ বাদ দিগরাজ ব্যাংক রোড বাজার জামে মসজিদে তার জানাজা নামাজ আদায় করা হয়। পরে তার দেশের বাড়ি নোয়াখালীতে তাকে নিয়ে যাওয়া হয় পারিবারিক করব স্থানে দাফন কাজ পরিসমাপ্তি করার জন্য। দিগরাজ বাজার বণিক সমিতি, বাজার মসজিদ, এলাকার সকল ব্যবসায়ী ও এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন