প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ী সেচ্ছা ব্লাড ফাইটার্স সংগঠনের সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ উজ্জল সরকার , গাইবান্ধা প্রতিনিধি: একটি জীবন একটি জাতি রক্তই হোক আত্মার স্মৃতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে সেচ্ছাসেবী সংগঠন পলাশবাড়ী সেচ্ছা ব্লাড ফাইটার্স এর আয়োজনে সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ টায় পলাশবাড়ী সরকারী হাসপাতালের সামনে নিউ লাউফ ডায়াগনস্টিক সেন্টার এ মিলনমেলায় বক্তব্য রাখেন উক্ত সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক নাইম আকন্দ, প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সালাম মাসুদ,সভাপতি আসিফ প্রধান,সাধারন সম্পাদক ইকবাল ইসলাম,সিনিয়ার সহ সভাপতি রবিউল ইসলাম লিয়াকত, সহ সভাপতি তাওহিদ ইসলাম,রফিকুল ইসলাম, শাকিল তালুকদার সাংবাদিক ওমর ফারুক প্রমুখ সহ অনেকে। পলাশবাড়ী সেচ্ছাসেবী সংগঠন “পলাশবাড়ী সেচ্ছা ব্লাড ফাইটার্স” গাইবান্ধা জেলাসহ দেশের বিভিন্ন জেলার মানুষের বিপদের সময় পাশে দাড়িয়ে তাদের মনে জায়গায় করে নিয়েছেন তেমনি কুড়িয়েছেন অনেক সুনাম। অলাভজনক এ সংগঠনটির কার্যক্রম আরো বেগবান করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতারা। উল্লেখ্য যেসব গরীব ও অসহায় মানুষেরা টাকার অভাবে চিকিৎসা করাতে পাচ্ছেন না, ঔষধ কিনতে পাচ্ছেন না, এমনকি কোন মা, বোন ডেলিভারি সংক্রান্ত সমস্যায় পড়েছেন তাদেরকে সহযোগিতার হাতও বাড়িয়ে দিবেন বলে জানিয়েছেন বক্তরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন