প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আলহাজ্ব মাওলানা মরহুম ইউসুফ হুজুর (রহ.)এর ইন্তেকালে মোহাম্মদ মহিউদ্দিন এর গভীর শোক প্রকাশ

রাউজান প্রতিনিধি: রাউজানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাউজান সায়্যিদূশ শুহাদা (রাঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাজী ইউসুফ হুজুর (রহ.)এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামিয়াতুশ শায়েখ আল -ইসলামিয়া মাদ্রাসার পরিচালক জনাব মহিউদ্দিন বুধবার (১১ সেপ্টেম্বর ) প্রদত্ত এক শোকবার্তায় মহিউদ্দিন বলেন, আলহাজ্ব হাজী ইউসুফ হুজুর (রহ.) দীর্ঘ সময় ধরে তার প্রতিষ্ঠিতি মাদ্রাসা রাউজান সায়্যিদূশ শাহাদা রাঃ মাদ্রাসায় প্রতিতিষ্ঠাতা ও মহা পরিচালক হিসেবে দায়িত্বরত । সাদাসিধে ও সহজ-সরল জীবন যাপন করতেন, নিবৃত্তে থাকতেন এবং সবার সাথে সুন্দর আচরণ করতেন। ইন্তিকালের আগ পর্যন্ত তিনি ইলমে-দ্বীন ও কুরআনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। একজন মু’মিনের জন্য এটা কতই না সৌভাগ্যের। আজ তিনি আমাদের সকলকে ছেড়ে পরকালের পথে রওনা হয়ে গেছেন। তার ইন্তিকালে আলেম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকবার্তায় মহিউদ্দিন বলেন : মরহুম মাওলানা কারী মুঈনুদ্দীন সাহেবের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতে মরহুমের উঁচু মাক্বামের জন্য বিশেষভাবে দোয়া করেন। একই সাথে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ সকল শোকাহত শিক্ষক-ছাত্র এবং অগণিত শাগরিদ-ভক্তদের প্রতি প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাঁদের সকলের সবরে জামিলের জন্য বিশেষ দোয়া করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন