প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

মেজর জিয়া

শাহজালাল সুজন
তারিখ- ১০/০৯/২০২৪

রণাঙ্গনের লড়াকু বীর শহীদ জিয়া তিনি,
বীর উত্তম ও রাষ্ট্রপতি পদক পেলেন যিনি।

বজ্রধ্বনি বেজে ওঠে প্রতিবাদী সুরে,
পাকিদেরকে বন্দি করে পরাধীন যায় দূরে।

তীক্ষ্ণ দৃষ্টি রেখে সদায় যুদ্ধ বীরের বেশে,
রণকৌশল চেতনাতে ফিরে শান্তি দেশে।

বি.এন.পির প্রতিষ্ঠাতা দলটি গঠন করে,
আপামর এই আমজনতা যোগ্য শাসক গড়ে।

ধানের শীষের প্রতীক নিয়ে বাংলায় আছো ছেয়ে,
দেশ উন্নয়ন অগ্রযাত্রায় সংহতি আজ পেয়ে।

স্বাধীনতার ঘোষক জিয়া কালুর ঘাটে ঘিরে,
নয় মাসেরই যুদ্ধ শেষে স্বাধীন বাংলা ফিরে।

দেশ গঠনে রুপকার আজ অগ্রদূতে ছবি,
দেশ মাতৃকায় ভেসে ওঠে জিয়া নামের ছবি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন