প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

জয়পুরহাটে অর্ধ বয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার

জয়পুরহাটে অর্ধ বয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার
জয়পুরহাট পাঁচবিবিতে রবিউল ইসলাম(৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার রুপালী সিনেমা হলের দক্ষিনে মাস্টারপাড়ার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় নর্দমা ও আকাশের জমানো পানিতে পড়ে থাকায় পঁচন ধরেছে। নিহত রবিউল ইসলাম বগুড়ার আদমদিঘী উপজেলার নশরতপুর গ্রামের কাজীতুল্লাহ শেখের ছেলে। সে দীর্ঘ ১৫/১৬ বছর পূর্বে পাঁচবিবি উপজেলার রুপালী সিনেমা হল সংলগ্ন মাস্টারপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে সুলাতানাকে বিয়ে করে সেখানেই বসবাস করে আসছিলেন। পুলিশ ও স্বানীয়রা জানায়, রোববার সকালে সিনেমা হল সংলগ্ন দক্ষিনে কলা বাগানের পাশে একটি দ্বিতল ভবনে রাজমিস্ত্রীরা কাজ করতে থাকে। এসময় এক শ্রমিক দুপুরে ওই বাড়ীর ছাদে উঠে নিচের দিকে তাকিয়ে মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়। স্থানীয়রা জানান, মাছের পোনা ব্যবসার পাশাপাশি পাখীর ছানা (বাচ্চা) ধরার নেশা ছিল রবিউলের। বাড়ীর পাশে নারিকেল গাছে পাখির ছানা ধরতে গিয়ে অসাবধানতা বশত পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে স্থানীদের ধারনা। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ০৯ অক্টোবর ২৩ ইং জয়পুরহাট

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন