উজ্জ্বল কুমার সরকার নওগাঁ : নওগাঁ জেলায় নবাগত পুলিশ সুপার জনাব কুতুব উদ্দিন এর দিক নির্দেশনায় নওগাঁ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর ইনচার্জ হাশমত আলীর নেতৃত্বে এসআই মামনুর রশিদ, এসআই ইয়াসির আরাফাত ও এসআই আলী আকবর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম সহ অদ্য ইং-০৮/০৯/২০২৪ তারিখ ২১.০০ ঘটিকার সময় মান্দা থানাধীন পাজরভাঙ্গা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৪ (চার) কেজি গাঁজা সহ আসামী ১।মোঃ মামুনুর রশিদ বাবু (২৬), পিতা-মোঃ কাদের প্রাং, ২।মোঃ আতাউর রহমান (৫০), পিতা-মৃত আব্দুস সামাদ, উভয় সাং-পাজরভাঙ্গা, থানা-মান্দা, জেলা -নওগাঁদ্বয়কে গ্রেফতার করেছে। মামলা রুজু পক্রিয়াধীন। নওগাঁ #