প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:  শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু মিয়া (২৮) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে । সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বাড়ির পাশেই মোটরের লাইন সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলেই সাজু মিয়ার মৃত্যু হয়। সাজু মিয়া শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মধ্যে লংগর পাড়া গ্রামের মো: আবুল কাশেমের ছেলে । সে স্থানীয় দিলু বেপারি বাজারে নিজ দোকানে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতো। তার স্ত্রীসহ ৬ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। সাজু মিয়ার অকাল মৃত্যুতে পরিবার’সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া সাজু মিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের মাধ্যমে লাশ দাফন করার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন