প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

“লালমনিরহাট জেলায় নয়া পুলিশ সুপার তরিকুল ইসলাম মহোদয়ের যোগদান ও দায়িত্বভার গ্রহণ”

 মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী:
লালমনিরহাট জেলা প্রতিনিধি [তারিখ: ০৮/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ] লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে লালমনিরহাট জেলার নয়া পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার  মোঃ তরিকুল ইসলাম। নবাগত পুলিশ সুপার, লালমনিরহাট দায়িত্বভার গ্রহণের পূর্বে লালমনিরহাট সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ‘গার্ড অফ অনার’ প্রদান করে। পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম মহোদয় নবাগত পুলিশ সুপার  মোঃ তরিকুল ইসলাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং নবাগত পুলিশ সুপার এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয় জেলার সকল ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল)  জয়ন্ত কুমার সহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। দল মত নির্ভিশেষে মাদক মুক্ত চাঁদা বাজ মুক্ত এবং মিথ্যা হয়রানি মূলক সকল প্রকার বৈষম্য কে পিছনে ফেলে সাধারণ জনগণের পাশাপাশি থাকবেন বলে আশাবাদী লালমনিরহাট জেলার সাধারণ জনগণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন