প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

দোকান ঘর আগুনে পুড়ে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষিতি

নিজস্ব প্রতিবেদন: গাইবন্ধা জেলার অন্তরগত ৯নং কামালেরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর কৈচড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মামুনুর রশিদ মামুন মিয়া।ব্যবসা করে অনেক সুন্দরভাবে জীবন যাপন করতেছিলেন তিনি।গ্রামের বাড়ীতে কৈচড়া চারমাথার সাথে ইট দিয়ে পাকা করা তার ব্যবস্যা প্রতিষ্ঠান।দীর্ঘ প্রায় ত্রিশ বছর যাবত ব্যবস্যা করে আসতেছিল তাহার পরিবার। এক মাত্র ব্যবস্যা প্রতিষ্টান দিয়ে চলতো তাদের পরিবার।গতকাল রাত্রীতে আনুমানিক ১.৩০ মিনিটের সময় তার ব্যবস্থা প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত ঘটে।গ্রামের লোকজন যতোক্ষনে ঘটনাস্থলে আসিয়া আগুন কে নিয়ন্ত্রন করার চেষ্ঠা করে ততক্ষণে তাহার দোকানের সকল আসবাবপত্র ও যাবতীয় মালামাল সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস টিমের সদস্যরাও পরিদর্শন করেন।ততোক্ষনে আগুন নিয়ন্ত্রনে আনে গ্রামের লোকজন।তার ক্ষয়ক্ষিতির মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছে গাড়ী বিক্নরির গদ টাকা ছিল ৪৮০০০/=আট চল্লিশ হাজার টাকা,ফ্রিজ ছিল একটি,টিভি ছিল একটি,দোকানের মালামাল রাখার উন্নতমানের র‌্যাক ছিল তিনটি। এছারাও মুদির দোকানের যাবতীয় মালামাল দিয়ে ভরপুর ছিল তার দোকান ঘর। সেখানে মালামালের অর্থের পরিমান ছিল প্রায় ৮ লক্ষ থেকে আট লক্ষ পঞ্চাশ হাজারের মতো মালামাল পুড়ে ছাই হয়ে যায়।তাহার সবো মোট প্রাং দশ লক্ষ টাকার মতো নগদ ও মালামালের ক্ষতি হয় আগুনে পুড়ে।এ অবস্থা থেকে ঘুড়ে দাড়ানোর জন্য তিনি সরকারিভাবে কিছু সাহায্যের জন্য আবেদন মৌখিকভাবে জানিয়েছেন।পরবর্তীতে তিনি লিখিত আকারে উপজেলা অফিসে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এখনো তা জানা যায়নি।এই আগুনে পুড়ে ক্ষতির মাধ্যমে তার পরিবার রাস্তায় এসে দাঁড়িয়েছে।কোন সাহায্য না পেলে পরবর্তীতে তার পরিবার কিভাবে ঘুড়ে দাঁড়াবে সেটা কেবল মাত্র সৃস্টিকর্তার উপর ছেড়ে দিয়েছেন তিনি।

 

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন