প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী উপজেলা শাখার কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ উজ্জল সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি :
দাওয়াত এবং প্রশিক্ষনে মজবুত হবে সংগঠন”জ্ঞানের আলোয় গড়বো সমাজ সফল হবে আন্দোলন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী উপজেলা আদর্শ শাখার কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ৭ সেক্টেম্বর শনিবার পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ হল রুমে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবির সভাপতি আব্দুল্লাহ এর সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা শিবির সেক্রেটারী রুম্মান ফেরদৌস।বিশেষ অতিথি হিসেবে পৌর জামায়াতের সেক্রেটারী তাজুল ইসলাম মিলন বক্তব্য রাখেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন