প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা উলামা পরিষদের কমিটি গঠন

 মোঃ সাইফুজ্জামান ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে ভাঙ্গা উপজেলা উলামা পরিষদের কমিটিকে গতিশীল করার জন্য ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি শফিকুল ইসলাম মাদানীকে সভাপতি এবং মাওলানা মাসুদুর রহমানকে সাধারন সম্পাদক করে কমিটির নাম ঘোষণা করা হয়েছে। শনিবার আতাদী রহমানিয়া মাদরাসা মসজিদ চত্বরে এ কমিটি গঠন করা হয়। মাওলানা আবদুল্লা বাদশার সভাপতিত্বে এবং মাওলানা আবুল খায়ের সেলিমের সঞ্চালনায় সন্মেলনে বক্তব্য রাখেন মাওলানা আবু ইউসুফ মৃর্ধা, মুফতি আব্দুর রহমান কালামৃধা মাদ্রাসা,  মাওলামা নুরুল ইসলাম, মাওলানা হায়দার হোসেন, মাওলানা ইব্রাহিম, মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম জামি, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবুল কালামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মসজিদের ঈমামগণ ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সাহেবগণ। অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং   আহতদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন