প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

বাদশা আলমগীর ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুটবল তুলতে গিয়ে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিক্ষার্থীকে মুমূষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর নিচে দুধকুমার নদে এই ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার সহকারী অধ‍্যাপক (ইংরেজি) হামিদুল ইসলামের ছেলে সিয়াম (১৫) ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ‍্যাপক (ইংরেজি) মাসুদ আল করিম এর ছেলে জাহিন (১৩) দুধকুমার নদের পাড়ে দুই বন্ধু সহ অনেকে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায় তাদের বল নদীতে গিয়ে পড়ে। সেই বল পানি থেকে তুলতে গিয়ে দু’জনেই নদের স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে  সিয়ামের মরদেহ উদ্ধার করে।এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন