প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

কারা নির্যাতিত যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ দেশে আগমন উপলক্ষে রাউজানে সংবর্ধিত

 মোহাম্মদ  আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি:
রাউজানের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরীর অত‍্যন্ত আস্তাভাজন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অন্যতম সদস্য কারা নির্যাতিত নেতা মোহাম্মদ রেওয়াজ উদ্দিন দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরেছেন। দেশে আগমন উপলক্ষে ০৬ সেপ্টম্বর শুক্রবার বিকেলে ৫টায় গণ সংবর্ধনা প্রদান করা হয়। রাউজানে বসবাসরত ময়মনসিংহবাসীর উদ‍্যোগে মুন্সিরঘাটা দারুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন সাকির মোহাম্মদ কাজী বাড়ির মাঠ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অন্যতম প্রভাবশালী সদস্য মোহাম্মদ রেওয়াজ উদ্দিন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা, পৌর যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, স্বেচ্ছাসেবক দল নেতা রহিম উদ্দিন, মোহাম্মদ আরিফুল ইসলাম, যুবদল নেতা সৈয়দ ফয়সাল হোসেন রনি, ছাত্রদল নেতা বাপ্পা কুমার দশ, মঈনুল ইসলাম পিঙ্কু, যুবদল নেতা আরিফ হোসেন, বিনাজুরী ইউনিয়ন যুবদল নেতা পলাশ, সৈয়দ মোহাম্মদ জাবের। উপস্থিত ছিলেন যুবদল নেতা সাহাবুদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ তারেক, সৈয়দ মোহাম্মদ ফরহাদ হোসেন, আকতার কানন, বাবলু,, মনসুর, আবুল হাশেম মাঝি, হযরত আলী, নুরুল আমীন, দিলু, ইয়াছিন, রাইদুল, রাসেল, সালামসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে তিনি বিকেল ৩টায় রাউজানের মূল ফটক সত্তরঘাট প্রবেশ করলে দলীয় নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। সেখান থেকে মিছিলে মিছিলে প্রথমে তিনি গহিরাস্থ বীর চট্টলার সিংহ পুরুষ রাউজানের কৃতি সন্তান বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে পুষ্পমাল‍্য অর্পণ শেষে জেয়ারত ও দোয়া মোনাজাত করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন