প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নড়াইলে বিধবা মহিলাকে বেধড়ক মারপিট থানায় অভিযোগ

নড়াইলে বিধবা মহিলাকে বেধড়ক মারপিট থানায় অভিযোগ দায়ের।।
নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামে রেখা বেগম নামের এক বিধবাকে বেধড়ক মারপিট করে কাঁদা পানির মধ্যে ফেলে রাখার অভিযোগ উঠেছে এ বিষয়ে নড়াইল সদর থানার একটি লিখত অভিযোগ হয়েছে।থানায় অভিযোগ সূত্রে জানাযায় গত ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪ টার সময় নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বিছালী গ্রামের বিধবা রেখা বেগম (৪৫)কে মিথ্যা দোষারোপ করে একই গ্রামের মৃত সবেদ আলী গাজীর ছেলে শহিদুল গাজীর নেতৃত্বে শহিদুল গাজীর স্ত্রী কুরছিয়া বেগম,শহিদুল গাজীর মেয়ে সুমা খাতুন ও তোরাপ গাজীর স্ত্রী রশিদা বেগম মিলে বেধড়ক মারপিট ও পার্শ্ববিক নির্যাতন করে অচেতন অবস্থায় কাঁদা পানির মধ্যে ফেলে চলে যায়। কিছুক্ষণ পরে একই গ্রামের খোকন মোল্লার স্ত্রী শাহনাজ বেগম দেখতে পেয়ে সেখানে থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন এ বিষয়ে বিধবা রেখা বেগম বাদি হয়ে নড়াইল সদর থানায় একটি লিখত অভিযোগ করেছেন।রেখা বেগমের ছোট মেয়ে সাংবাদিকদের বলেন আমার মা একা বাসায় থাকেন তাকে বিনা কারণে মিথ্যা দোষারোপ করে যারা বেধড়ক মারপিট করেছেন তাদের সুস্থ বিচার চাই আমি।এ বিষয়ে শহিদুল গাজীর বাড়িতে গেলে সাংবাদিকের উপস্থিত টের পেয়ে তার পরিবারের লোক জন বাড়ি ছেড়ে অনেক টা আত্নগোপন করেন।এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন একটি লিখত অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন