প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আমি বন্দিনী

লেখক ✍️সাদিয়া সাদি

আমি নারী, আমি জন্মদাত্রী, আমি ভগিনী, আমিই আবার স্বামী নামের প্রভুত্বের কাছে চির বন্দিনী।
জন্ম দিয়েছেন যারা আমায় তাদের কাছে আমি ক্ষণিকের সোনার খাঁচায় পালিত টিয়া;
আহত ছেঁড়া পালকের ন্যায় বিকলাঙ্গ এ জীবন রথী।
সমাজ নামের কুখ্যাত গণ্ডির আবর্তে লৌহ কয়ড়া দু-চরণে আমার;
ওজনের বাটখারায় এগোনোর শক্তি ন্যাসাৎ।

নিজস্বতার অভিপ্রায় বলতে কোনো বালাই নেই আমার;
লোক দেখানো পথই আমার নির্দেশ, নারাজ সত্ত্বেও তাঁদের মতই আমার মত।
তাঁদের কথাই আমার শেষ কথা—
হতে পারে সে আমার পিতা-মাতা, স্বামী কিংবা ভাই।
বোবা নই তবুও আমি বাক রুদ্ধ ঘুণে ধরা সমাজের অস্তিত্ব চিত্তে।

নিস্তব্ধ ব্যথায় ঝরে পড়ে আমার অক্ষি-যুগলবন্দী ফোঁটা ফোঁটা রক্ত।
শরীরের একপাশ প্যারালাইস্ট হয়ে গেছে আমার জানি না খুড়িয়ে খুড়িয়ে আর কটাদিন চলতে পারবো স্বাধীনতাহীন এহেন সমাজে।

মরা লাশের কদর করে সর্বজন, অথচ জীবন্ত লাশের হদিস রাখে না কেউ;
আমি সে-ই হদিস বিহীন অবোলা নারী,,,
সৃষ্টির শুরু থেকে যার বৈষম্যের এক নাম” নারী”।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন