প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

চুনারুঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ভূমি খেকো ৩ দাঙ্গাবাজ আটক

স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বানীর চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক শেখ মো: হারুনুর রশিদের উপর হামলা চালিয়ে জমি দখলের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন: চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত মো:আব্দুর রহমানের ছেলে কাহহার মিয়া (৫০), মোঃ মোস্তাহিদ মিয়া (৪৪), কাহহার মিয়ার ছেলে মোঃ মোশাহিদ মিয়া (২৪)। জানা যায়, একই ইউনিয়নের চাটপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ শুক্রবার (৬সেপ্টেম্বর) সকালে তার নিজ জমিতে কাজ করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ভূমিখেকো কাহহার ও তার লোকজন রামদা, ফিকল,শাবুলসহ রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে প্রাণে হত্যার জন্য আক্রমন করে। এ সময় তাঁর শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রশাসনকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সার্জেন্ট মোতাবর হোসেন ও চুনারুঘাট থানার উপপরিদর্শক মোল্লা রফিকসহ যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং ঘটনাস্থল থেকে ওই তিন দাঙ্গাবাজকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন । চাটপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ জানান, কাহহার ও তার লোকজন দীর্ঘদিন ধরে তার দল আওয়ামীলীগের প্রভাবখাটিয়ে আমার উপর জুলুম অত্যাচার করে আসছে। তারা ওই এলাকার কুখ্যাত দাঙ্গাবাজ , তাদের বিরুদ্ধে কেহ কথা বলার সাহস পায়না, কাহ্হার বল প্রয়োগ করে আমার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। আমি তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবো। এছাড়াও একই এলাকার অসহায় নারী ছালেহা খাতুন ও মো: কাউছার মিয়া নামে দুই ব্যক্তি সহ একাধিক অসহায় লোকজনের জমি জোরপুর্বকভাবে ভোগদখল করে আসছে বলে ভুক্তভোগীরা জানান,তারা বিগত সরকার দলের প্রভাব খাটিয়ে মানুষ হত্যা এলাকার নিরীহ মানুষের জমি দখল সহ মামলা হামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে আসছিলো। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারের এবিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনু অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন