প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কদলপুর ইদ্রিস খান চৌধুরী বাড়ির উদ্যোগে ইসলামী মহা সম্মেলন সম্পন্ন

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি:
কদলপুর ইদ্রিস খান চৌধুরী বাড়ির উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এতে তকরির করেন অতিথি বক্তারা। ৬ ই সেপ্টেম্বর শুক্রবার বাদে জুমা থেকে মাধ্যম কদলপুর ইদ্রিস খাঁন চৌধুরী বাড়ির মাঠ প্রাঙ্গণে মাওলানা মহিবুল হক সাহেব এর সঞ্চালনায়ে পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যে মাহফিল এর কার্যক্রম শুরু হয়। এই সময় মাঠে তকরির পেশ করেন : শাহমীরপুর মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী নুরুলল্লাহ সাহেব,জমিরিয়া ইন্টারন্যাশনাল একাডেমির পরিচালক মাওলানা বেলাল উদ্দিন সাহেব,সাইয়্যোদুশ শুহাদা মাদ্রাসার পরিচালক হাজী ইউছুফ সাহেব, হাটহাজারী মেখল হামিউসসুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইসমাইল খাঁন সাহেব।সম্মেলনে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন কদলপুর ছিদ্দিকে আকবর রাঃ তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আদনান সাহেব । পরে আখেরী মুনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন