প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজশাহীতে জনসচেতন মূলক ক্যাম্পেইন করেছেন ভলেন্টিয়ার অফ রাজশাহী

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী:
ভলেন্টিয়ার অফ রাজশাহীর উদ্যোগে পুলিশ হোক জনগণের আস্থার জায়গা এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী জিরো পয়েন্টে মোড়ে এই গ্রুপের শিক্ষার্থীরা অবস্থান করে। সেখানে হ্যান্ড ব্যানারে বিভিন্ন ধরনের জনসচেতন মূলক বাক্য দেখা যায়। এবং ব্যাটারি চালিত রিক্সা এবং অটোতে জনসচেতন মূলক স্টিকার লাগানো হয়। এই গ্রুপের এডমিনদের সাথে কথা বলে জানতে পেরেছি যে, তারা আওয়ামী লীগ সরকারের পতনের পূর্বে থেকে দেশের জন্য কাজ করছেন। এবং বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন রাস্তা পরিস্কার থেকে শুরু করে লুট হওয়া মালামাল উদ্ধার, ট্রাফিক কন্ট্রোল, নগরীর বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে পেন্টিং সহ তাদের সাধ্য অনুযায়ী বন্যার্তদের ত্রান-সাহায্যের ব্যবস্থাও তারা করেছেন। এবং তারা আরো জানান রাজশাহীর সাধারণ মানুষের জন্য তারা তাদের সাধ্য অনুযায়ী কাজ করে যেতে চান। এবং তারা রাজশাহীকে একটি সুন্দর ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন