প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বেড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

এস এম আলমগীর চাঁদ , বিশেষ প্রতিনিধি :
পাবনার বেড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি নতুন মডেলের জিএসজি একে-৪৭ (মেড ইন জার্মানি) রাইফেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বনগ্রাম একটি বক্স এ আটকানো অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। এছাড়া দুইটি ম্যাগাজিন, একটি টেলিস্কোপ, একটি ওয়েল ব্রাশ, একটি কাঠের বাট ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে পাবনার সাথিয়া উপজেলা সেনাক্যাম্প (১০ মিডিয়া আর্টিলারি) হতে ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল বেড়া উপজেলার বনগ্রামে অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ওই সব সরঞ্জমাদি উদ্ধার করা হয়। ক্যাপ্টেন মেহেদী হাসানে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জমাদি বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন