প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হিংসা-বিভেদ ভুলে একটি সুন্দর সমাজ গড়তে চাই নুর হোসেন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
 দেশ শৈরাচার মুক্ত হয়েছে, আমরা তাই পুনরায় স্বাধীনতার স্বাধ অনুভব করছি।সমাজ সেবক ও একজন সফল ব্যাবসায়ি রূপগঞ্জ উপজেলা কায়েত পাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সফল সভাপতি ৩ ত্যাগী নেতা জিয়ার আদর্শে গড়া বিএনপির সৈনিক,একজন সফল ব্যবসায়ী কামসাইর গ্রামের কৃতি সন্তান ও ৩নং ওয়ার্ড বিএনপির ভবিষ্যৎ কর্ণধার মোঃ নুর হোসেন।নুর হোসেন সাংবাদিকদের কে বলেন সমাজের মানুষের মধ্যে শান্তি সম্প্রতি ও সৌহার্দ পূর্ন সম্পর্ক বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি ও পাশাপাশি সবাইকে আহ্বান জানাই। তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ছাত্ররা যে যুদ্ধ করেছে তা আজ স্বাধীনতায় রূপ দিয়েছে। এরই সুযোগে একদল সুবিধাবাদী গোষ্টী মানুষের জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করছে। এর থেকে সমাজকে রক্ষা করার জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা সমাজের সকল মানুষ একটা পরিবারের মতো অন্যের সুবিধা অসুবিধায় আমরা তার পাশে দাঁড়াবো এটাকে সামাজিকতা বলে। সমাজের মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও আদর্শিক সমাজ গঠন করব যাতে থাকবে না কোন মারামারি হানাহানি কোন ভেদাভেদ। হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই। বক্তব্যে তিনি শহীদ ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দেশ বিনির্মাণে এখনো যে ছাত্ররা কাজ করে যাচ্ছে তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সামাজিক নিরাপত্তা রক্ষায় সঠিক নেতৃত্ব ও সুশৃংখলা ফিরিয়ে আনতে একমত পোষণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন