প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রূপগঞ্জে খামার পাড়া মহিলা মাদ্রাসার ১ম বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা কায়েত পাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড খামার পাড়া মহিলা মাদ্রাসার প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মোঃ নাসির ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েত পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট গুলজার হোসেন,আরো উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার মোল্লা আনু,কফিল উদ্দিন ভূঁইয়া,খামার পাড়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আবুহাফি সাহেব,মাওলানা আবু রায়হান,মাওলানা মুজাহিদুল ইসলাম,মফিজুল খা,সোবহান বেপারী,ইসমাইল ভূইয়া,জামাল উদ্দিন,আমজাদ ভূইয়া,আবুতালেব,আলিআহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বক্তব্যে বলেন পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও দ্বীনি এলেম শিক্ষা করতে হবে এবং আমাদের সকলের কোরআন মোতাবেক চলাফেরা করতে হবে ও মহিলারা সব সময় পর্দার সহিত চলাফেরা করতে হবে।অনুষ্ঠান শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন