প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুরে নয়ন কুমার নামে এক শিক্ষার্থী বজ্রপাতে মৃত্যু অতঃপর বাবা আহত

 উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে নয়ন কুমার (২০) নামের অনার্স পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় তার বাবা ভবেশ চন্দ্র (৫০) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নয়ন কুমার উপজেলার খাজুর ইউপির মধুবন গ্রামের ভবেশ চন্দ্রের ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, এদিন সকালে বাড়ির অদূরে কৃষি জমি থেকে বাবার সাথে লাল শাক তুলতে যায় নয়ন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে শাক বাড়িতে রেখে বাবাকে নিতে মাঠে যায়। সে সময় হটাৎ বজ্রপাত ঘটলে জ্ঞান হারিয়ে দুজনেই মাঠের মধ্যে পড়ে থাকে। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নয়ন কুমারকে মৃত ঘোষণা করেন এবং বাবা ভবেশ চন্দ্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন