প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় কতিপয় ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:

জেলা প্রতিনিধি নওগাঁর মান্দায় কয়েকজন ইউপি সদস্যের আনা বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কলিহার মোড়ে চেয়ারম্যান সালামের ব্যক্তিগত চেম্বারে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকিসহ চেয়ারম্যানের পদ থেকে আমকে অপসারণের চক্রান্ত করছে একটি মহল। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এর পরও জীবনের ঝুঁকি নিয়ে আমি পরিষদের যাবতীয় কার্যক্রম যথাযথভাবে পালন করছি। চেয়ারম্যান সালাম আরও বলেন, একটি মহলের উষ্কানিতে পরিষদের সদস্য রইচ উদ্দিন ম-লের নেতৃত্বে কয়েকজন সদস্য আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয় ও আত্মসাতের অভিযোগ তোলেন। যা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। দুর্নীতিবাজ প্রমাণ করতে কতিপয় ইউপি সদস্যকে দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে ওই মহলটি।’চেয়ারম্যান সালাম দাবি করেন, পরিষদে আলোচনার পর কমিটি গঠন করে প্রত্যেকটি প্রকল্পের কাজ সমাপ্ত করা হয়েছে। পরিষদের সদস্যরা ওইসব প্রকল্পে সভাপতির পদে থেকে সরকারি বরাদ্দের টাকা উত্তোলন ও ব্যয় করেন। রাস্তায় স্ট্রিট লাইট ও তারা-৩ নলকূপ স্থাপনসহ রাস্তার সিসিকরণ কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আলমারি সঠিকভাবে সরবরাহ করা হয়েছে। বল প্রয়োগ ও হুমকি দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ সঠিক নয়। এছাড়া খোলা ডাকের মধ্যে পরিষদের পুকুর ও আম গাছ লীজ দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি করা হয়নি। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আবুল হোসেন, নাদিরা পারভীন, আব্দুস সামাদ, আবেদ আলী ম-ল ও দুলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন