প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর, পলাশ জনতা জুট মিলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী:
নরসিংদীর পলাশে আকিজ বশির গ্রপের মালিকানাধীন জনতা জুটমিলে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৫/৯/২৪ ইং বৃহস্পতিবার দিবাগত রাত্রে পলাশ উপজেলার জনতা জুটমিলে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়,বেশ কিছুদিন যাবৎ বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন মিলের শ্রমিকরা। ফলে আমাদের যৌত্রিক দাবি-দাওয়া নিয়ে শ্রমিক ও মিল কর্তৃপক্ষ আলোচনায় বসে।এতে মালিকপক্ষ দাবি মেনে নিতে ১৫ দিন সময় চেয়েছে শ্রমিকদের কাছে। আলোচনার শেষ পর্যায়ে হঠাৎ মিলের ভিতরে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর চালায়। এছাড়াও লুটপাটের দাবী করছে মিল কর্তৃপক্ষ। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। পরে মিলের ভিতর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বেতন বৃদ্ধির দাবি দাওয়াকে কেন্দ্র করে এ হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন