প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সাঘাটায় সাংবাদিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদন:

গাইবান্ধার সাঘাটায় হাকিমের মোড় বোনারপাড়ায় এশিয়ান টিভি প্রতিনিধির অফিস কার্যালয়ে ৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন, সাংবাদিক আসাদুজ্জামান খন্দকার (আসাদ খন্দকার), এশিয়ান টিভি সাঘাটা উপজেলা প্রতিনিধি নূর হোসেন রেইন, আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম),এম,এ, গাইবান্ধা জেলা প্রতিনিধি,দৈনিক প্রধান সংবাদ ও সাধারন সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন। গোলাম মোস্তফা (সুমন) ,মেহেদী হাসান, কবির হোসেন, আসাদুজ্জামান সুমন (ক্যামেরাম্যান)।এ ছাড়া আরোও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন