প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চুনারুঘাটে সাংবাদিক নোমান কে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

চুনারুঘাট প্রতিনিধি :জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার চুনারুঘাট উপজেলা প্রতিনিধি ও দৈনিক খোলা চিঠি পত্রিকার জেলা প্রতিনিধি নোমান মিয়া কে হত্যার হুমকি প্রদান করেছে ডাকাত দলের দুই সদস্য। এ ঘটনায় চুনারুঘাট থানায় দুই জনের নাম উল্লেখ করে জিডি করেছেন তিনি। জিডি সূত্রে জানা যায়, ৪/৯/২০২৪ইং রোজ বুধবার সকালে রানীগাও ইউনিয়নের অফিস সংলগ্ন রাস্তায় নিজের পেশাগত কাজে চুনারুঘাট সদরে আসার প্রাক্কালে পারকুল গ্রামের ডাকাত দলের সদস্য তৌফিক মিয়া (৪০) পিতা আব্দুস ছমেদ ও লাল মিয়া (৩৮) পিতা ছুরুক আলী উভয় সাং পারকুল সাংবাদিক নোমান রাস্হায় দাড় করিয়ে শ্রীমঙ্গল থানায় ডাকাতি মামলার কারাগারে থাকার সময় বিভিন্ন পত্রিকায় তাদের নামেম নিউজ প্রকাশ করার সন্দেহে তারা থাকে বিভিন্ন ধরনের গালি গালিজ ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। এক পর্যায়ে তাকে তারা আক্রমণ করার চেষ্টা করে। এ সময় আশ পাশের লোকজন তাকে তাদের কাছ থেকে উদ্ধার করে। উল্লেখ লাল মিয়া ও তৈফিক মিয়া উভয়েই বিগত প্রায় তিন মাস শ্রীমঙ্গল সাতগাঁও চা-বাগানে ম্যানেজারের বাসা ডাকাতির মামলায় কারাগারে ছিল। তাদের বিরুদ্ধে মদ, জুয়া, ডাকাতি সহ শ্রীমঙ্গল ও চুনারুঘাট থানায় প্রায় ডজন খানেক মামলা রয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন