প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় চাকাই পিষ্ট হয়ে ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজার নিহত

 মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী নওগাঁ মহাসড়কেবালিবাহি ডাম ট্রাকের ধাক্কায় মোহনপুর উপজেলা ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজার নিহত হয়েছেন।নিহতের নাম মৃন্ময় বর্মা(২৯) তিনি হলেন গাইবান্ধা জেলার, সুন্দরগঞ্জ উপজেলার, ঘগোয়া গ্রামের বিষ্ণুপদের ছেলে,ঘটানাটি ঘটে বৃহস্পতিবার ০৫( সেপ্টেম্বর) সময় অনুমান ০৮:০৫ ঘটিকায়। ঘটনাস্থল মোহনপুর উপজেলা মৌগাছী ইউপি’র অন্তর্গত নন্দনহাট নামক স্থানে রাজশাহী – টু নওগাঁ গামী আঞ্চলিক মহাসড়কে পাকা রাস্তার উপর ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশসুত্রে জানা গেছে,নওগাঁ জেলার ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজার মৃন্ময় বর্মা, মোটরসাইকেল যুগে নওগাঁ হতে রাজশাহীতে মিটিংয়ে যাওয়ার পথে উক্ত ঘটনাস্থলে পৌছামাত্রই সামনে চলমান একটি অটো চার্জার অতর্কিতভাবে ব্রেক করলে ভিকটিম মোটরসাইকেলটি হার্ডব্রেক করে ফলে ভিকটিম মোটরসাইকেল সহ রাস্তার ডান পাশে পড়ে গেলে তাৎক্ষণিক একই দিক হতে আসা একটি ড্রাম ট্রাক যাহার স্টেশন নং ঢাকা মেট্রো-ট-২৪-০৮৯৮ দ্রুত ও বেপরোয়া গতিতে এসে ভিকটিমেয়ের মাথার উপর চাকা উঠে মগজ বের হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাকটির ড্রাইভার পালিয়ে যায়, খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের টিম সহ থানা পুলিশের এসআই আঃ হাই ঘটনাস্থলে পৌছে।এবিষয় মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করাই লাশটি মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ,ট্রাকটি থানায় আটক রয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন