প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রূপগঞ্জে পল্লী কর্মসংস্থান সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের নারী কর্মীদের মাঝে চেক প্রদান

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ আওতায় শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৪ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে ৭টি ইউনিয়নের ৬৮ জন নারী কর্মীর প্রত্যেককে ১লাখ ১৯ হাজার ২ শ ২৪ টাকার চেক ও সনদ প্রদান করা হয়। উপজেলা প্রকৌশলী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল-আল-আমিন। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী মোঃ আহসানুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ পূর্বাচল রাজস্ব সার্কেল এসিল্যান্ড ওবায়দুর রহমান সাহেল, উপজেলা প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী আশরাফুল ইসলাম, শফিউল আলম, শাহনেওয়াজ ভুইয়া, সিও জুবায়ের ও হিসাব রক্ষক এমএম সুলতান মাহমুদ। পরে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ আওতায় শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক তুলে দেন অথিতিবৃন্দ।  #### তাং- ০৫-০৯-২৪ইং রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন