প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গলাচিপায় শস্য কর্তন ও মাঠ দিবস 

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামে দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) আয়োজনে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।  মাঠ দিবসের শুরুতে কৃষকদের সাথে শস্য কর্তন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । গোলখালী ইউনিয়নের বড়গাবুয়ার আর্দশ কৃষক আব্দুল ছালাম বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আকরামুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.আনিসুর রহমান খাঁন, সার উন্নয়ন কেন্দ্র আইএফডিসি এর পটুয়াখালী জেলা ফিল্ড কো-অর্ডিনেটর মো.হাবিবুর রহমান ও বরগুনা জেলা ফিল্ড কো-অর্ডিনেটর মো.আব্দুর রব। এছাড়াও উপস্থিত ছিলেন কীটনাশক ব্যবসায়ী মো.নবীন ও বড়গাবুয়া গ্রামের কৃষকরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন