প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

প্রতারক ড্রাইভার রাশেদুল ইয়াবা ব্যবসায়ী থেকে ভুয়া কার্ডধারী সাংবাদিক

 বিস্তারিত ডেস্ক রিপোর্টে: রাশেদুল ইসলাম পেশায় একজন ড্রাইভার। মাদক কারবারি। তিনি হঠাৎ বনে যায় সাংবাদিক। জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে অপরাধ বিচিত্রা নামক সাপ্তাহিক পত্রিকায় হাতে পায়ে ধরে একটা কার্ড নেন। তখন থেকেই হয়ে গেলেন এক বিশাল সাংবাদিক। এই প্রতারকের মূল ব্যবসায় ইয়াবা। তার সাথে আরোও জড়িত আছে ৭ থেকে আট জন। নানান রকম ধান্দা, ফন্দি আঁটতে থাকেন আর মাদকের কারবার বেগবান স্রোতের মতো বাড়াতে থাকে। অবশেষে বরগুনায় গ্রেপ্তার হয়ে সাজাভোগ করে।এর পর আবারও চাঁদাবাজি করে বেড়াচ্ছে। ইউএনও মহোদয়ের কাছে, চাঁদাবাজি করতে গিয়ে ধরাও খেলেন এই ভুয়া সাংবাদিক রাশেদুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন