প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুষ্টিয়া জেল থেকে পলাতক ২৫ মামলার আসামী সামিরুল গ্রেফতার

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি সম্প্রতি কুষ্টিয়া জেলা :কারাগার থেকে পালানো ২৫ মামলার আসামী সামিরুল মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংএ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খান বলেন, গেল রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা থেকে আলোচিত পলাতক আসামি সামিরুল মন্ডলকে (৩৫) গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত সামিরুল দূর্ধষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি-মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে।  সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। তাকে মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে। হাসিনা সরকারের পতনের পর গত ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙ্গে এই সামিরুলসহ ৯৮ জন কারাবন্দি পালিয়ে যায়। ও ইসব পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ র‌্যাবের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন