প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পানিতে পড়ে রামগড়ে এক শিশুর মৃত্যু

 মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার:  খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল নামক স্থানে মোঃ জুবায়ের হোসেন (৩) নামে এক শিশুর লাশ  উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোঃ জুবায়ের হোসেন ফেনীরকুল  এলাকার টমটম চালক জাফর আহম্মদ এর ছোট  ছেলে।  বুধবার সকাল ১১টায়  রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় বাড়ি পাশের পুকুরের পানিতে ডুবে  মোঃ জুবায়ের হোসেন এর  মৃত্যু হয়। খবরপেয়ে  শিশুটির পরিবারের লোকজন তাকে  উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে গেলে  হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, শিশু মৃত্যুর ঘটনা খুবই দুঃখ জনক এখন পর্যন্ত আমাকে কেউ যানাই নি, থানায় কোন মামলা হয়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন