প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিক্ষার্থীদের এক দফা দাবিতে  মাগুরা মহা সড়ক অবরোধ

 মোঃ শহিদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার: মাগুরার শালিখা উপজেলার সীমাখালি মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে গরুর হাট প্রত্যাহারের দাবিতে ঢাকা-খুলনা মহা সড়কের শালিখার সীমাখালি এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।এসময় সীমাখালি বাজার মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী মঙ্গলবার দুপুরে সিমাখালী বাজারে মহা সড়কে এক দফা দাবি আদায়ের লক্ষে  অবরোধ করে রাখে।এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।এক পর্যায়ে ঢাকা-খুলনা মহা সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।সড়কটির দুপাশে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে যায়।এসড়ক অবরোধের খবর জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী। তিনি শিক্ষার্থীদের দাবি শোনেন।শিক্ষার্থীদের এক দফা দাবি খেলার মাঠ থেকে গরুর হাট প্রত্যাহার করতে হবে এবং বিদ্যালয়ের সামনে সড়কে গতিরোধক ব্যবস্থার দাবি জানান।শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বলেন,আগামী বুধবার থেকে গরুর হাট ব্রিজের পশ্চিম পাশে বসবে।আর বিদ্যালয়ের সামনে সড়কে গতিরোধক ব্যবস্থার বিষয়ে কর্তৃপক্ষ যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন জন্য কর্তৃপক্ষকে জানাবেন।শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পর  তারা ক্লাসে ফিরে যান।ঢাকা খুলনা মহা সড়কে তারা এক ঘন্টা ব্যাপী এ সড়ক অবরোধ করে রাখে। সড়কের দুপাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন