প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাজী টায়ার কারখানার অগ্নিকান্ডের ঘটনায় নিরীহ মানুষকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গাজী টায়ার কারখানার অগ্নিকান্ডের ঘটনায় নিরীহ মানুষদের জড়িয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল ৩সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার তারাবো পৌরসভার বরাবো বাসস্ট্যান্ডে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বরাবো বাজার ব্যবসায়ী মোঃ হযরত আলী। সভায় বক্তব্য রাখেন বরাবো বাজার ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, মনির হোসেন, হারিজ মিয়া, মামুন মিয়া, কবির হোসেন, সাহদাত হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, গত ২৫ আগষ্ট রাত সাড়ে ১০টায় গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় বরাবো এলাকার ব্যবসায়ী শহিদুল ইসলাম, শাকিল মিয়া ও মিজান মিয়াকে জড়িয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় কিছু পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। প্রত্যেকেই বরাবো বাজারের ব্যবসায়ী। কোনভাবেই তারা এ হীন কাজে জড়িত নয়। সংবাদে তাদের জড়ানো অংশটুকু সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তাং- ০৩-০৯-২০২৪ইং রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন