প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর তিন বছর পর শিশু ওমর ফারুককের মৃত্যু

 উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর তিন বছর পর একইভাবে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ওমর ফারুক (৩) নামের এক শিশুর।দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার কুঞ্জবন বাজারে। স্থানীয়রা জানান, এদিন সকালে মামা মিলনের চার্জার ভ্যানে চড়ে বাজারে আসে ওমর ফারুক। তাকে ভ্যানে বসিয়ে রেখে দোকানে যায় জিনিস আনতে মামা মিলন। তাড়াহুড়ো করে ভ্যান থেকে নেমে যাওয়ায় চাবি খুলে নিতে ভুলে যান তিনি।এ সময় শিশু ওমর ফারুক ভ্যান চার্জারের পিকআপে চাপ দিলে চালু থাকায় চার্জার ভ্যানটি দ্রæত গতিতে গাছের সাথে ধাক্কা লেগে শিশুটির গলার মাংস ছিড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা মো. মিঠু ও তিন বছর আগে শিশুটির জন্মের দিনে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর শিশুটিকে নিয়ে তার মা কুঞ্জবন কাজী অফিসের পাশে বাবার বাড়িতে বসবাস করতেন । নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন